আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইসকন মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর রাধা অষ্টমী।বুধবার (২৬ আগস্ট) এই বিশেষ তিথিতে মঠ চৌমুহনীস্থিত ইসকন মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব।



     সেখানে তিনি রাধাকৃষ্ণের পূজা দেন।বিগ্রহকে স্নান করান।বেশ কিছুটা সময় সেখানে তিনি অতিবাহিত করেন।

    এদিন প্রদেশ বিজেপি'র সভাপতি ডাঃ মানিক সাহাও ইসকন মন্দিরে যান।রাধা অষ্টমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান নীতি দেব।করোনা পরিস্থিতির দরুন তিনি সবাইকে ঘরে থেকে রাধা অষ্টমীর ব্রত পালনের পরামর্শ দেন।


    রাধা অষ্টমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেন প্রদেশ বিজেপি'র সভাপতিও।এদিন ইসকন মন্দিরে বিশেষ পূজার্চনা ও নাম সংকীর্তন হয়।মন্দিরে পুণ্যার্থীদের বেশ ভালোই উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।


    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা
    ২৬শে আগস্ট ২০২০ 
    3/related/default