আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নতুন পৃথিবী *@@* --- আগরতলা থেকে টিংকু রঞ্জন দাস এর কবিতা

    আরশি কথা
    নতুন পৃথিবী
    *@@*

    সভ্যতার একি নির্মম পরিহাস
    আজ সবুজ পৃথিবীর সজীবতা প্রশ্নের সম্মুখীন
    চারিদিকে শুধু মৃত্যুর হাতছানি
    উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ 
    সর্বত্রই মরণব্যাধির প্রকোপ
    এ এক নিষ্ঠুর প্রতিযোগিতা।
    কোন কালে কে যেন বলেছিল-
    জন্মেছি একা যাবোও একা
    এ যেন সেই সত্যেরই মুখোমুখি
    সত্যকে চ্যালেঞ্জ করার মিথ্যে যা ছিল ক্ষমতা
    সব যেন কেমন হারিয়ে গেছে,
    চুপসে গেছে নিতান্ত এক অণুজীবের কাছে।
    ক্ষমতার দম্ভে মানুষ ভুলতে বসেছিল
    এ পৃথিবী শুধু তারই নয়, অণুজীবেরও।
    মন্দির, মসজিদ, গির্জার দ্বার অরক্ষিত,
    পাদ্রী, পীর, পুরোহিত সবাই আতঙ্কিত
    ভন্ডামি আর যুদ্ধ যুদ্ধ খেলায় ভারাক্রান্ত পৃথিবীর
    ফুলের বাগিচার যারা গড়ে তুলেছিল 
    নৈরাজ্যের স্বর্গোদ্যান
    অদৃশ্য মুখোশ তাদের খসে পড়েছে।
    ওরাও আজ বিভ্রান্ত বিবেকের কাছে
    পরাজিত সৈনিকের মতো অসহায়।
    পৃথিবীকে যারা এতোদিন ধর্ষণ করতো নির্ভয়ে
    সে উদ্যত হাতগুলো কাঁপছে মৃত্যুভয়ে।
    এ মৃত্যু দেহের নয়, এ মৃত্যু জিঘাংসার,
    এ মৃত্যু ক্ষমতার মিথ্যে অহংকারের,
    নিজেই নিজেকে সেরা বলে জাহির করার মতো দম্ভের।
    এ কোন্ পৃথিবী?
    যেখানে লজ্জিত সূর্য মুখ ঢাকে মেঘের আড়ালে?
    মৌন হৃদয় ক্ষত হয় নীরব ছুরিকাঘাতে?
    প্রতিবাদ-প্রতিরোধের মানুষ 
    তাকিয়ে থাকে নির্বাক ছবির মতো?
    সবলের যাঁতাকলে পিষ্ট দুর্বলের হাহাকার
    অশ্রুত হয় অনিয়ন্ত্রিত সভ্যতার মত্ত উল্লাসে?
    আর নিতে পারছে না জৈবিক অত্যাচার
    তাই পৃথিবী আজ 
    নিজে থেকেই বিদ্রোহ ঘোষণা করেছে
    বন্যা দাবানল ভূমিকম্পের মতো সতর্কবার্তায়ও
    মানুষ যখন বুঝেনি পৃথিবী ভারাক্রান্ত
    সহ্যের মাত্রা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে
    শুধুমাত্র একটা অনুজীবের অস্ত্রে
    ঘায়েল করে দিতে চাইছে সভ্যতার 
    সমস্ত উন্নয়নের ফানুস
    আবার নতুন করে গড়ে দিতে চাইছে
    লক্ষ সূর্যের নব ভবিষ্যৎ।


    - টিংকু রঞ্জন দাস
      আগরতলা, ত্রিপুরা
    ১৩ই আগস্ট ২০২০


    3/related/default