Type Here to Get Search Results !

জীবনমৃত্যু.......ত্রিপুরা থেকে চন্দ্রা মজুমদার এর কবিতা

জীবনমৃত্যু.......

মৃত্যুর মুচলেকায় সই করেই 
প্রথম নিঃশ্বস নিলাম পৃথিবীর বুকে,বাঁচতে শিখলাম।
জানি প্রতিটা মূহুর্ত মৃত্যুকে ছোঁবে বলে অনন্ত কাল ধরে হাঁটছে,
পৃথিবীর সবচেয়ে কঠিন যে সত্য 
সে মৃত্যু জন্মমূহুর্ত থেকেই নীরবে বাড়তে থাকে
শরীরের কোষে কোষে,
অনভিপ্রেত জিনিস ভুলে থাকতে ভালোবাসে জীবন 
তাই তো এত সুন্দর বেঁচে থাকা,
আজ মৃত্যু যখন গা ছুঁয়ে দাঁড়িয়ে আছে,
শরীরের পরতে পরতে তার উষ্ণ নিঃশ্বাসের পরশ
হারিয়ে যাবার ভয়ে তখন
পৃথিবীকে আরো জোর আঁকড়ে থাকতে ইচ্ছে করছে,
রবিঠাকুরের মত বলতে ইচ্ছে করছে 
" মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।"
হাজারো হাজারো কাল হাত
শহর,গ্রাম,পাহাড়, সমুদ্রে ছড়িয়েছে কলো রক্তের বীজ
আপ্যায়িত করোনা তাই তো চলতে শিখেছে,
বড় বড় মাথারা ও আজ তার কাছে নতজানু,

ধনী,গরিব,শিক্ষিত অশিক্ষিত সবাইকে  
নির্বিকারে নির্দ্ধিধায় জড়িয়ে ধরে গরল চুম্বনে সে আপ্যয়িত করে।

চন্দ্রা মজুমদার,ত্রিপুরা
২রা আগস্ট ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.