রবিবার (৯ আগস্ট) যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচী গ্রহণ করেছে যুব কংগ্রেস।রাজ্যের প্রতিটি মহকুমায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।এই আন্দোলন কর্মসূচীতে যোগ দিতে রাজ্যে আসেন প্রদেশ যুব কংগ্রেসের অবজারভার তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক কৃষ্ণা দাস।
প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পুজন বিশ্বাস শনিবার (৮ আগস্ট) এই আন্দোলন কর্মসূচীর কথা জানিয়েছেন।সমস্ত বেকারদের কর্মসংস্থান,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ,জ্বালানী তেলের দাম হ্রাস করা,করোনা পরিস্থিতির দরুন প্রতিটি গরীব পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামবে যুব কংগ্রেস।এদিকে সম্ভবত এই প্রথম আগরতলায় কোনও রাজনৈতিক সংগঠনের তরফে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক কৃষ্ণা দাস,প্রদেশ সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।অনেক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন তারা।শ্রী বিশ্বাস জানান,যুব কংগ্রেস বরাবরই বিভিন্ন সামাজিক কাজ করে চলেছে।
ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা
৮ই আগস্ট ২০২০