Type Here to Get Search Results !

৩ সেপ্টেম্বর কংগ্রেসের ডাকে ১২ ঘণ্টার ত্রিপুরা বনধ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহার উপর হামলার ঘটনায় আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডেকেছে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলি।সোমবার (৩১ আগস্ট) কংগ্রেস ভবনে এক বৈঠকে এক সিদ্ধান্ত হয়।তারপর সাংবাদিকদের কাছে এই ঘোষণা দেওয়া হয়।যুব কংগ্রেস,মহিলা কংগ্রেস,সেবা দল,কিষাণ কংগ্রেস,হিউম্যান রাইটস ও লিগ্যাল শাখা,এস টি,এস সি সেল সহ বিভিন্ন শাখা সংগঠনগুলি একযোগে এই সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত,গত ২৫ আগস্ট সাধুপাড়ায় বীরজিৎ সিনহার গাড়ির উপর হামলা চালিয়েছিলো দুষ্কৃতীরা।তাতে গাড়ির কাচ ভেঙ্গে যায় ও শ্রী সিনহার এক দেহরক্ষী আহত হন।বীরজিৎ বাবু গাড়িতে না থাকায় অক্ষত থেকে যান।এই ঘটনার পরদিনই পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ত্রিপুরা বনধ এর ইঙ্গিত দিয়েছিলেন।তবে বনধ সরাসরি প্রদেশ কংগ্রেস ডাকেনি।দলের বিভিন্ন শাখা সংগঠনগুলি একযোগে এই বনধ ডাকে।বনধ সর্বাত্মক সফল করে তোলার জন্য সমস্ত অংশের জনগণের সহযোগিতা চাওয়া হয়।

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

৩১শে আগস্ট ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.