আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মান্দায় তীর্থযাত্রী বিশ্রামালয় উদ্বোধনী অনুষ্ঠানে রীভা গাঙ্গুলিঃ ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছেঃ বাংলাদেশ

    আরশি কথা


     আবু আলী, ঢাকা,আরশিকথা ॥

    ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায় পার করছে। দুই দেশ মিলিতভাবে অনেক উন্নয়নমূলক কাজ প্রতিনিয়ত করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। আমাদের দুই দেশের মানুষের মনের অনেক মিল রয়েছে। ফলে আমরা একে অপরের সমন্বয়ে নানামুখী উন্নয়নমূলক কাজ করতে সফল হচ্ছি। ৭ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের নওগাঁর মান্দা উপজেলায় ভারত সরকারের অর্থায়নে নির্মিত শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের তীর্থযাত্রী বিশ্রামালয় ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এসব কথা বলেন।
    মান্দা শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের সভাপতি চন্দন কুমার মৈত্রর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থতি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর- রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন প্রমুখ।

    আরশিকথা
    ৭ই সেপ্টেম্বর ২০২০
    3/related/default