জিবি হাসপাতাল এর যাবতীয় পরিষেবা নিয়ে আঙুল উঠছে।নানা অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছে।খোদ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মণ সম্প্রতি এনিয়ে মুখ খুলেছেন।খবরের কাগজগুলিতে স্বাস্থ্য পরিষেবার হাল নিয়ে নিয়মিত খবর পরিবেশন করা হচ্ছে।শেষ পর্যন্ত সোমবার (৭ সেপ্টেম্বর) জিবি হাসপাতাল পরিদর্শনে যান সাংসদ তথা হাস্পাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক।
তিনি এদিন হাসপাতালের ডাক্তার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন।হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।সাংসদ পরে সাংবাদিকদের বলেন,জিবিতে সত্যি ভালো কাজ হচ্ছে।এসবের প্রচার হচ্ছে না।ডাক্তাররা প্রচারের জন্য কাজ করেন না।সম্প্রতি ৪৯জন ডাক্তার ও ৪৯জন নার্স নিয়োগ করা হয়েছে।আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত রোজ তিনি জিবি হাসপাতালে যাবেন বলে জানান।ভলেন্টিয়াররা চাইলে জিবিতে কাজ করতে পারবে।এদিনই একটি টিম অংশ নেয়।তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রী মনিটরিং করে গিয়েছেন।আমরা তা ফলো করছি।আর বিদ্যুৎ ও জল নিয়ে যে অভিযোগ উঠেছে তা সত্যি নয়।বিকল্প ব্যবস্থা রাখা আছে।ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা
৭ই সেপ্টেম্বর ২০২০