আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় শুক্রবার (২ অক্টোবর)।এদিন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের পাশাপাশি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীও পালন করা হয়।

    এই উপলক্ষে আগরতলা শহরের গান্ধীঘাট স্থিত বিশ্ববিদ্যালয়ের সিটি সেন্টারে গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর সূর্যমণিনগর স্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়।এদিন গান্ধীজয়ন্তী উদযাপন এবং পতাকা উত্তোলন এই দুটি অনুষ্ঠানেরই সূচনা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গঙ্গা প্রসাদ প্রসেইন।
    শুক্রবারের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন " ফিট ইন্ডিয়া ফ্রিডম রান " শীর্ষক এক বিশেষ সচেতনতা র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি,শিক্ষার্থী সহ অন্যান্য কর্মীরা অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কে বি জমাতিয়া,কলেজ উন্নয়ন পর্ষদের অধিকর্তা অধ্যাপক ড. অলক ভট্টাচার্য,গান্ধী স্টাডিজ সেন্টারের অধিকর্তা অধ্যাপক কাশীনাথ জেনা সহ অন্যান্যরা। 


    আরশিকথা

    ২রা অক্টোবর ২০২০    

     

    3/related/default