আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রঙিন পালের নৌকায় ইলিশের সন্ধান ঃ বাংলাদেশ

    আরশি কথা

    এস আর এ হান্নান, বাংলাদেশ, আরশিকথা  ।।


    শরতের নিল আকাশ। আকাশে সাদা মেঘের ভেঁলা। মধুমতি নদীর তীরে ফোঁটা কাঁশফুল। এই নদীতে ভেসে চলছে বাহারি রঙের পালতোলা নৌকা। এ এক মনোমুগ্ধকর দৃশ্য। মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে স্থানীয় জেলেরা নৌকায় পাল তুলে ছুঁটে চলেছেন রুপালী ইলিশের সন্ধানে। রঙিন পালের নৌকায় জেলেরা নানা রকম গান গাইছেন, জাল ফেলছেন এবং কাঙ্খিত ইলিশ ধরছেন।

    শরতের আকাশ, কাঁশফুল এবং জেলেদের পালতোলা নৌকা মধুমতি নদীবক্ষে এনে দিয়েছে রঙের বাহার। মনোমুগ্ধকর এই দৃশ্য দু’চোখ ভরে উপভোগ করতে এবং প্রাণভরে নির্মল শ্বাস নিতে প্রতিদিন মধুমতি নদীর তীরে অসংখ্য মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

    প্রতিদিন মধুমতি নদী পাড়ের শতাধিক জেলে ইলিশ মাছ ধরতে নৌকায় পাল তুলে দূর-দূরান্তে ছুঁটে চলেন। জেলেদের জালে কম বেশি ইলিশ ধরা পড়ছে। তবে সময় ও শ্রম অনুযায়ী তা খুবই সামান্য।

    স্থানীয় রতন মালো জানান, আগে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেতো। এখন আগেকার মতো মাছ ধরা পড়ছেনা। তবুও রোজ জাল ফেলছি, যা পাচ্ছি বিক্রি করে কোনোরকম সংসার চালাচ্ছি।


    আরশিকথা

    ৩রা অক্টোবর ২০২০
     

    3/related/default