এবার পূজায় প্রতি কেনাকাটায় সেরা অফার সাথে বিশেষ উপহার শ্যামসুন্দরে

আরশি কথা

আরশিকথা ত্রিপুরা ডেস্কঃ

ঐতিহ্যের পরম্পরাকে বজায় রেখেই এবছর শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর তরফ থেকে পূজার কেনাকাটার উপর থাকছে বিশেষ আকর্ষণীয় অফার সহ " স্বর্ণসম্ভার "।বরাবরের মতো ক্রেতাদের পছন্দকে মাথায় রেখে নিপুণ শৈলীর দক্ষতায় আধুনিক সব ডিজাইনের অলংকারের বিশাল আয়োজন রয়েছে এই " স্বর্ণসম্ভার "-এ।অতিমারির থাবায় থিতিয়ে থাকা জনজীবনে এবার মা দুর্গার কৃপায় সুখশান্তির আবহ ধীরে ধীরে ফিরে আসবে এই বিশ্বাস রেখেই সামগ্রিক স্বাস্থ্যবিধি মেনে  শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর তরফে এবারের এই আয়োজন।


 
কি থাকছে আকর্ষণীয় এই অফারেঃ

সোনা এবং হীরের চোখ ধাঁধানো সব গয়না সহ বিয়ের অলংকার,দৈনন্দিন ব্যবহার্য গয়নার বিশেষ সম্ভার থাকছে এই " স্বর্ণসম্ভার "-এ।যেখানে প্রতি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় এবং উপহার।


# যেকোনো  ১০ গ্রামের উপর সোনার অলঙ্কার ক্রয়ে থাকছে নিশ্চিত গোল্ড কয়েন উপহার।

# যেকোনো  ১০ গ্রামের নীচে সোনার অলঙ্কার ক্রয়েও থাকছে বিশেষ উপহার

# এছাড়া থাকছে সোনার গয়না মেকিং চার্জে ২০ শতাংশ এবং হীরের গয়না মেকিং চার্জে ৫০ শতাংশ ছাড়।

# থাকছে গ্রহরত্নের কেনাকাটায় ১৫ শতাংশ ছাড়

# লাকি ড্র কুপনে প্রতিদিন থাকছে তিনটি সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে

# মেগা ড্র বিজয়ীদের জন্য থাকছে ৫টি স্কুটি


# পুরনো গয়নার বদলে নতুন গয়নার সুযোগ ছাড়াও সোনায় সোহাগা এবং সোনা ও রূপার কয়েনের ব্যবস্থাও থাকছে।


# যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে ক্রেতারা যাতে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন তার জন্য এবছর ৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ১৪ দিনের এই আয়োজন।

# শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ত্রিপুরার আগরতলা,খোয়াই,ধর্মনগর সহ উদয়পুর শোরুম এবং কোলকাতার শোরুমেও থাকছে " স্বর্ণসম্ভার "-এর এই বিশাল আয়োজন।

অশুভ সময়কে পরাস্ত করে শুভ সময়ের উদ্ভব কামনা করে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা  " স্বর্ণসম্ভার "-এর সকল সুযোগ গ্রহণ করার জন্য সংস্থার সবকটি শোরুমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। 


আরশিকথা প্রচার ও বিনোদন বিভাগ 

১১ই অক্টোবর ২০২০



    

 

3/related/default