Type Here to Get Search Results !

পুনরায় নির্বাচিত সভাপতি সুবল কুমার দে এবং সম্পাদক প্রণব সরকারঃ আগরতলা প্রেস ক্লাব নির্বাচন

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো আগরতলা প্রেস ক্লাব নির্বাচন প্রক্রিয়া।রবিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টা নাগাদ আগরতলা প্রেস ক্লাবে শুরু হয় ভোট গ্রহণ পর্ব।মোট ১১টি পদের জন্য ভোট গ্রহণ করা হয়।গণনা শেষে রবিবার সন্ধ্যার পর ফলাফল ঘোষণার মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।আগরতলা প্রেস ক্লাবের নবনিযুক্ত কমিটির পদাধিকারী এবং সদস্যগণ হলেনঃ

# সভাপতিঃ সুবল কুমার দে

# সহ-সভাপতিঃ অরুণ নাথ

# সম্পাদকঃ প্রণব সরকার

# সহ-সম্পাদকঃ রমাকান্ত দে

# সহ-সম্পাদক ২ ঃ দেবব্রত চক্রবর্তী

# কোষাধ্যক্ষঃ তপন মজুমদার

কার্যনির্বাহী সদস্যঃ মিহিরলাল সরকার,মনীষ আচার্য,কমল চৌধুরী,প্রবীর দাস এবং রঞ্জন রায়।

আগরতলা প্রেস ক্লাবের পুনরায় নির্বাচিত সভাপতি সুবল কুমার দে এবং সম্পাদক প্রণব সরকার সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।ফল ঘোষণার পর বাজি পটকা পোড়ানোর মধ্য দিয়ে বিজয়ী প্রার্থীদের অনুগামীরা আনন্দে উৎসাহে  মেতে ওঠেন।শান্তিপূর্ণ ভাবেই আগরতলা প্রেস ক্লাব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


আরশিকথা ত্রিপুরা খবর

ছবিঃ সুমিত কুমার সিংহ

৮ই নভেম্বর ২০২০

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.