আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অশোকনগর-কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে স্মরণ সভাঃ কোলকাতা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,কলকাতা, আরশিকথাঃ

    অশোকনগর-কল্যাণগড় শিশু উৎসব কমিটির তরফে শুক্রবার (২০ নভেম্বর) কমিটির প্রধান উপদেষ্টা,কবি ও সাহিত্যিক সত্য গুহ এবং কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরণে এক সভার আয়োজন করা হয়।উক্ত সভায়  আশোকনগর কচুয়া মোড়ের বিশিষ্ট ব্যক্তিগণ তাদের নিজ নিজ বক্তৃতায় প্রয়াতদের জীবনের ভাবনা, কর্মকাণ্ড সহ নানা বিষয় তুলে ধরেন।তাদের কথায় উঠে আসে কবি সত্য গুহ সারাজীবন কবিতা ও কাব্য রচনা করেছেন।তার সর্বশ্রেষ্ট রচনা "একালের গদ্য পদ্য আন্দোলনের দলিল" বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টি করেছে । তিনি চিরকাল বামপন্থায় বিশ্বাসী ছিলেন।শিশু উৎসবের কর্মকাণ্ডে তার অবদানের কথাও বিভিন্ন বক্তৃতার মধ্যে উঠে আসে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত নাটক ও সিনেমা আন্তর্জাতিক স্তরে বহু প্রশংসিত হয়েছে এবং তিনি তাঁর কর্মময় জীবনে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।প্রয়াত অভিনেতার অভিনয় জগতের বিভিন্ন দিকও বক্তৃতায় তুলে ধরা হয়। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠানটি পরিচালনা করে শিশু উৎসব কমিটি।


    আরশিকথা পশ্চিমবঙ্গ খবর

    ২১শে নভেম্বর ২০২০

     

    3/related/default