আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বেকারদের নিয়ে মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য পেশের দাবি ডিওয়াইএফআই'রঃ ত্রিপুরা

    আরশি কথা

    তন্ময় বনিক,আগরতলা,আরশিকথাঃ 

    মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারদের কর্মসংস্থান নিয়ে ভুল তথ্য দিচ্ছেন।আর যদি তা ভুল না হয়ে থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে কোন দপ্তরে কত জনের চাকরি হয়েছে এবং কোন কোন দপ্তরে নিয়োগের প্রক্রিয়া চলছে তার তথ্য তুলে ধরুন।শনিবার (২১ নভেম্বর) এক সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলো ডিওয়াইএফআই।সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন,মুখ্যমন্ত্রী বলেছেন,১৮ হাজার বেকারের চাকরি হয়েছে নতুন সরকার আসার পর।কিছু নিয়োগ হয়েছে আর কিছু আন্ডার প্রসেস।শ্রী দেব বলেন,মুখ্যমন্ত্রী বিকৃত তথ্য দিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।যদি তিনি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে যেন কোন দপ্তরে কত জন নিয়োগ হয়েছে এবং কোন কোন দপ্তরে কত জন নিয়োগের প্রক্রিয়া চলছে তা যেন জনসমক্ষে তুলে ধরেন।শ্রী দেব দাবি করেন বামফ্রন্টের আমলে প্রতিদিন গড়ে ১২ জনের সরকারি চাকরি হয়েছে।কিন্তু বর্তমান সরকারের আমলে মাসে ১২ জনেরও চাকরি হয়নি।তিনি বলেন,রাজ্যে করোনার মতো পরিস্থিতির সময়ও ৪৫০ জন এমবিবিএস বেকার রয়েছেন।নার্সিং এন্ড প্যারামেডিক্যাল পাশ করে বেকার বসে রয়েছেন প্রায় ৫ হাজার জন।এমপিডব্লিও পদে ৭৯১ টি শুন্যপদ থাক্লেও নিয়োগের উদ্যোগ নেই।শিক্ষক পদেও নিয়োগ হচ্ছে না।এমন করে প্রতিটি বিভাগে ছাত্রছাত্রীরা পাশ করে বেকার বসে রয়েছে।অথচ রাজ্য সরকার নিয়োগ করছে না।এদিন সম্মেলনে এভাবেই নিজ বক্তব্য পেশ করেন নবারুণ দেব।


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২১শে নভেম্বর ২০২০   
     

    3/related/default