আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা কালচার‍্যাল ফোরামের সাংবাদিক সম্মেলন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ 

    ত্রিপুরা কালচার‍্যাল ফোরামের পক্ষ থেকে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান চালুর বিষয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সম্মেলনে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।এছাড়া আসন্ন দীপাবলি উপলক্ষে বেসরকারি সংস্থা,ক্লাব ইত্যাদিকে শিল্পীদের স্বার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও উদাত্ত আহ্বান জানানো হয়।এই বিষয়ে যে সমস্ত সংস্থা ও শিল্পীবৃন্দ সহযোগিতা করেছেন তাদেরকে ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।সাংবাদিক সম্মেলন থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের নির্ঘণ্ট অনুযায়ী খুব দ্রুত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার জন্য দপ্তরের কাছে অনুরোধ জানানো হয়।সাংবাদিক সম্মেলনে ফোরামের পক্ষে অমর ঘোষ,রাকেশ সাহা,পার্থসারথি ঘোষ, ধনঞ্জয় সরকার,জীবন কৃষাণ,খোকন দাস এবং উদয়শঙ্কর ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন ।


    আরশিকথা ত্রিপুরা খবর

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১২ই নভেম্বর ২০২০
     

    3/related/default