আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রীঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    ভ্রাতৃদ্বিতীয়া তিথিতে বোনেদের হাতে ফোঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।সোমবার (১৬ নভেম্বর) সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনেই এই অনুষ্ঠান হয়।



    উপস্থিত বোনেরা মুখ্যমন্ত্রীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ফোঁটা দেন।
    অনেকেউপহার সামগ্রীও নিয়ে আসেন।
    মুখ্যমন্ত্রীও বোনেদের শুভেচ্ছা জানান। সঙ্গে মিষ্টির প্যাকেটও দেন। মুখ্যমন্ত্রী সস্ত্রীক এই অনুষ্ঠানে ছিলেন।

    বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত,কাউন্সিলার রত্না দত্ত সহ আরও অনেকে। প্রতি বছরই মুখ্যমন্ত্রী তার সরকারি আবাসে এই তিথিতে ফোঁটা নেন। এবছরও এর ব্যতিক্রম হয়নি।

    তিনি নিজের সোশ্যাল সাইটে এই বিষয়ে ছবিও পোস্ট করেন।মুখ্যমন্ত্রী বলেন, ভাইফোঁটার এই উৎসব পূর্ব ভারত থেকে উত্তর ভারত, পশ্চিম ভারত সর্বত্র বিভিন্ন নামে অনুষ্ঠিত হয়। বোনেরা যেমন ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেন তেমনি ভাইয়েরাও বোনেদের রক্ষা করার অঙ্গীকার করেন।


    আরশিকথা ত্রিপুরা খবর


    ছবিঃ সংগৃহীত

    ১৬ই নভেম্বের ২০২০
     

    3/related/default