আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৃষক সভার রাজ্য সম্মেলনঃ আগরতলা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ ডিসেম্বর) আগরতলা টাউন হলে এই সম্মেলন হয়।


    তাতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার,সংগঠনের রাজ্য সভাপতি নারায়ণ কর,প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী,প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।সভাপতি শ্রী কর বলেন,এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের এই সম্মেলন করতে হয়েছে।

    তিনি নিজ বক্তব্যের মধ্যে নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।এই নয়া আইন বাতিল না করা পর্যন্ত কৃষক সভার আন্দোলন জারি থাকবে বলে জানিয়ে দেন তিনি।
    এই সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে সভাপতি এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে অঘোর দেববর্মা এবং পবিত্র কর।


     আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ই ডিসেম্বর ২০২০

     

    3/related/default