Type Here to Get Search Results !

সুরনন্দন ভারতীর সমাবর্তনে গুণী সম্মাননা

আরশিকথা ত্রিপুরা ডেস্কঃ

নন্দনকলার সর্বভারতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা সুরনন্দন ভারতীর ২৭তম সমাবর্তন ও বার্ষিক সম্মেলনের শনিবার(১৯ ডিসেম্বর) অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা।সমাবর্তন উপলক্ষে বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, নৃত্যশিল্পী ড. পদ্মিনী চক্রবর্তী ও সঙ্গীতশিল্পী পার্বতী চক্রবর্তীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক শনিবার তিনজন সম্মানপ্রাপককে সংবর্ধিত করেন।সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিককে বিদ্যাসাগরশ্রী সম্মাননা প্রদান করেন সাংসদ প্রতিমা ভৌমিক।

প্রসঙ্গত,বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষ উপলক্ষেই সুরনন্দন ভারতী বিদ্যাসাগরশ্রী সম্মাননা প্রবর্তন করেছে।তাছাড়া নৃত্যনন্দন সম্মান পেয়েছেন নৃত্যশিল্পী বর্ণালী চক্রবর্তী এবং তালনন্দন সম্মান পেয়েছেন তবলাশিল্পী শ্যামল দেব। অনুষ্ঠানকে সফল করে তোলায় সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।আগরতলায় আয়োজিত অনুষ্ঠানে সুরনন্দন ভারতীর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি সুদীপ্ত শেখর মিশ্র,যুগ্ম সম্পাদক বাঁধন চক্রবর্তী ও সর্বানী দাস দত্ত উপস্থিত ছিলেন। 


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৯শে ডিসেম্বর ২০২০

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.