আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধনতেরাসে শ্যাম সুন্দর আয়োজিত মেগা ড্র-এর পুরস্কার প্রদানঃ আগরতলা

    আরশি কথা

    আরশিকথা ডেস্ক, আগরতলাঃ

    ধনতেরাস উপলক্ষে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজিত মেগা ড্র-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো শনিবার (১২ ডিসেম্বর)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক এবং স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে।উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহাও।এবছর  মেগা ড্র-এর ভাগ্যবান পাঁচ বিজয়ীরা হলেন শিল্পী বন্দ্যোপাধ্যায় (রামনগর-৭,আগরতলা), মাম্পি দেব নন্দী (বনকুমারী,আগরতলা), তন্দ্রা মজুমদার ( ধলেশ্বর,আগরতলা), সপ্তশ্রী নন্দী (উদয়পুর,ত্রিপুরা) এবং শুভময় ঘোষ (কলকাতা)। 


    আরশিকথা প্রচার-বিনোদন বিভাগ

    ১৩ই ডিসেম্বর ২০২০ 

     

    3/related/default