Type Here to Get Search Results !

বড়দের আশীর্বাদ নিয়েই স্বাগত জানাই ২০২১ কে" : ঋতুপর্ণা দেবনাথ,ত্রিপুরা

2020 একেবারে শেষ দিনে পৌঁছে গেছি আমরা, নানা ভালো খারাপের পর শেষ মাসে চলেই গেলাম। সারা বছর সবার মুখে কবে শেষ হবে এই অভিশপ্ত কুড়ি শুনেও আজ একবার ফিরে দেখতে মন চাইল ।কুড়িকে স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমেই ১৯ এর কথাই মনে পড়ল।কেননা এই সনে আমরা সবচেয়ে বেশি যে শব্দটা বলেছি তা ১৯ নিয়েই।  কুড়ি আমাদের ভয় দেখিয়েছে covid19 বলে, যার জন্ম এবং নাম দুই এই ১৯।২০১৯ এর শেষের দিকে উহান শহরের করুণা ভাইরাসের নাম এর সূত্রপাত ঘটে, খুব শীঘ্রই বিশ্বে এর নাম ছড়িয়ে পড়ে, অতি পরিচিত হয়ে উঠে ২০২০ সালে। ২০২০ কে ফিরে দেখতে গিয়ে হয়তো বারবারই আমাদের সব কিছুতেই এই covid 19 ই উঠে আসবে । আমরা দেখেছি নক্ষত্র পতন , আমাদের চোখ কে ভিজিয়ে  চলে গেছে এত প্রতিভা এই একটি বছরে। হারিয়েছি ইরফান খানের মতো প্রতিভাকে, ঋষি কুমার, সুশান্ত সিং, প্রণব মুখার্জির মতো বহু খ্যাতনামা ব্যক্তি, আবার হারিয়ে গেছে সৌমিত্র চ্যাটার্জির মত প্রিয়জন। একের পর এক হারিয়েছি একের পর এক নক্ষেত্র ।আজ হঠাৎই আমার এক বন্ধুর লেখা দুলাইন মনে পড়ল, পিয়ালের কলমে - 

"বুঝেছি মহামারী দেখেছি দাবানল 

শুনেছি বিস্ফোরণ তাড়িয়েছি পঙ্গপালের দল 

তবে স্বল্প পুঁজি নিয় আজ পরিবারের মাঝে কৃতজ্ঞ 

এই শিক্ষা নিয়ে শুরু করা যাক একুশের নতুন যজ্ঞ"

পিয়ালের লেখাটি সেদিন খুব ভাল লেগেছিল, কারন সত্যিই ভেবে দেখলে আমরা দেখেছি  চাকরির বাজারে মারামারি,  বেকারদের ভয়, দেখেছি ওয়ার্ক কালচার চেঞ্জ হতে, দেখেছি শিক্ষাজীবনের পরিবর্তন , ভয় পেয়ে শুনেছি পঙ্গপালের উৎপাত, দেখেছি দেশের আইপিএল দুবাইয়ে হতে, দেখেছি সবার প্রিয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে রিটার্ড হতে, শুনেছি আমেরিকার ইলেকশনের কথা , শুনেছি গ্ল্যামার ওয়ার্ল্ডের না জানা বহু তথ্য । তবে এই খারাপের মাঝে উঁকি মেরেছে বহুবার অনেক ভালো দিক।কুড়ি শিখিয়েছে মানবিকতার পাঠ , শিখিয়েছে পরিবারের ছায়ায় থাকার মুল্য, দেখিয়েছে পশুপাখিদের বিচরন আর ঘরে বন্দি মানুষের জীবন,  শুনেছি রাম মন্দির তৈরীর কথা আবার অনুভব করেছে মানবিকতা এখনো বেঁচে আছে, আছে মনুষ্যত্ব। বহুবার এর প্রমাণ দিয়েছে সনু সোদের মতো মানুষেরা প্রকৃতি নিজেকে আবার নিজের মত সুন্দর করে তুলেছে গঙ্গা-যমুনা নিজেদের জলকে আবার পানযোগ্য করে তুলেছে।2020 তে পায়ে হেঁটে চলা মানুষের কষ্ট যেমন শুনেছি,  দেখেছি বহু মানুষের বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত সবকিছু নিয়েই আমাদের এই দুই হাজার কুড়ি আজ চলে যাচ্ছে।আজ নতুনকে স্বাগত জানাব পুরনো সব দুঃখ কষ্ট হাসি মুখে বিদায় দিয়ে আশা রেখে করোনার এই মরণ থাবার থেকে রেহাই পাব নতুন বছরের নতুন ভোরে । যে অমানবিক ঘটনার কাহিনী শুনেছি 2021 এ তার পুনরাবৃত্তি আর হবে না এমনটাই আশা করব আমরা,  নৈতিক আদর্শ কে সামনে রেখে, নারী মর্যাদা রক্ষা করব শপথ নিয়ে,  ধর্মনিরপেক্ষতার ভাব নিয়ে,  অর্থনীতিকে আবার দাঁড় করাবো কর্ম ক্ষেত্রে নিজেদের পরিশ্রম দিয়ে,  পরিবার পরিবেশ থেকে যে শিক্ষা পেয়েছি তা মনে রেখে ২০২১ কে ভালোবাসার সাথে, বড়দের আশীর্বাদ নিয়ে স্বাগত জানাই।


ঋতুপর্ণা দেবনাথ,ত্রিপুরা


ছবিঃ সৌজন্যে গোপী 

৩১শে ডিসেম্বর ২০২০

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.