আরশি কথা

আরশি কথা

No results found

    স্বপ্ন নয়,বাস্তবে দেখতে চাই করোনা মুক্ত পৃথিবী ঃ দেবাশীষ মজুমদার,২৪ পরগণা

    আরশি কথা

    সারা পৃথিবী জুড়ে গ্রাস করেছে করোনা থাবা।ভীষণ ভাবে যার প্রভাব বিস্তার হয়েছে সমাজ জীবনের উপর।করোনা নামক এই ভাইরাসের কোন নির্দিষ্ট আকার বা আকৃতি নেই।নেই কোন রং। সারা বিশ্বে যার অস্তিত্ব মানুষের জীবনে ও মনে গভীর ভাবে রেখাপাত করেছে। একটা বছর ২০২০ শেষ, কিন্তু রেখে গেল অনেক স্মৃতি বিজড়িত কাহিনি।যেখানে মানবিক মূল্যবোধের বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।গ্রীটিংস কার্ড দেওয়া,নতুন বছরে বন্ধুদের সাথে কোলাকুলি করা,বড়দের পায়ে নমস্কার করে মাথা পেতে আশীর্বাদ নেওয়া, একসাথে হুল্লোড় করে খাওয়া সেই গুলো আজ অতীত। শিক্ষা গ্রহণ পদ্ধতি অনলাইনে,নতুন বছরের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়াতে, দূরত্ব বজায় রেখে বড়দের আশীর্বাদ গ্রহন ও ছোটদের ভালোবাসা দেওয়া।তার মধ্যে অন্যতম বিষয় এই সংকটময় পরিস্থিতিতে এক নয় একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন গুলির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যাবলী বিশেষ ভাবে লক্ষণীয়। তাদের এই উদ্যোগ গ্রহনে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাজকে আরো সহজ ও সুস্থ ভাবে পরিচালনা করা সম্ভবপর হয়েছে।তবু এই বছর শেষের সাথে শেষ হবে একটি দশক।এই মুহূর্তে আমাদের সকলের মনে একটাই প্রশ্ন কবে চূড়ান্ত ভাবে করোনা নামক ভাইরাসের টিকা আবিস্কার হবে?সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই।তবুও আশা ঘিরে থাকে চোখের পাতায় ও মনের মনি কোঠায়।একজন সচেতন মানুষ হিসাবে নতুন বছরকে সাদরে আহ্বান জানাই। আগামী বছরে বিজ্ঞানের হাত ধরে স্বপ্ন নয়,বাস্তবে দেখতে চাই করোনা মুক্ত পৃথিবী।সেই সুদিনের প্রতীক্ষায় অবসান ঘটিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে যেন সমগ্র সমাজ গড়ে উঠে।


    দেবাশীষ মজুমদার,২৪ পরগণা


    ১লা জানুয়ারি ২০২১