আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আইসিসির ‘স্বীকৃতি ক্যাপ’ পেলেন সাকিবঃ বাংলাদেশ

    আরশি কথা

    আবু আলী, ঢাকা, আরশিকথা ॥ অনেক রথি-মহারথিকে পেছনে ফেলে আইসিসির দশকের সেরা ওয়ানডে একাদশ দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। গত এক দশকে অসাধারণ ক্রিকেট খেলারই স্বীকৃতি পেয়েছেন সাকিব। এবার আইসিসি থেকে তার আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলে গেলো। শুধু দল ঘোষণা করেই ান্ত হয়নি আইসিসি। তারা দিয়েছে সেই শ্রেষ্ঠত্বের স্মারকও। সাকিব আল হাসানের কাছে সেই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ একটি ক্যাপ পাঠিয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। সাকিব আল হাসান সেই ক্যাপ পরে ১৭ জানুয়ারি ছবি দিয়েছেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘ফাইনালি আই গট ইট’। ক্যাপে দেয়া রয়েছে আইসিসির লোগে। তার চার পাশে গোল করে লেখা, আইসিসি ওডিআই টিম অব দ্য ডিকেড- ২০২০। গত বছর ২৭ ডিসেম্বর ঘোষণা করা হয়, ‘আইসিসি দশক সেরা ওয়ানডে একাদশ’। সাকিব আল হাসান একমাত্র খেলোয়াড় যিনি গত এক দশকে ৫ হাজার প্লাস রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৭৭টি। দশকসেরা একাদশ নির্বাচনে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। যেখানে ১০ ভাগ ভোট পয়েন্ট ছিল ভক্ত-সমর্থকদের। আর ৯০ ভাগ ভোট পয়েন্ট ছিল আইসিসি কর্তৃক নির্বাচিত নির্বাচকদের। দুই পরে ভোটাভুটি শেষেই নির্ধারণ করা হলো ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত- এই এক দশকের সেরা একাদশ।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১৭ই জানুয়ারি ২০২১
     

    3/related/default