ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন বাংলাদেশকে হস্তান্তর

আরশি কথা

আবু আলী, ঢাকা,আরশিকথাঃ ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ বিমানে করে বাংলাদেশে পৌঁছাছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর এদিন দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থমন্ত্রী জাহিদ মালেকের নিকট হস্তান্তর করেন। বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতের অঙ্গিকার হিসেবে, একসাথে করোনা মোকাবেলার জন্য, প্রতিবেশি প্রথম হিসেবে, ভারতে টিকা প্রদানেট চার দিন পরই দেয়া হল, বাংলাদেশের গুরুত্ব ভরতের কাছে মাথায় রেখেই দেয়া হল, এই কঠিন সময় ভারত বাংলাদেশ একসাথে মোকাবেলা করবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারত সরকার প্রমাণ করেছে বাংলাদেশ তাদের পরম বন্ধু। বিদেশ মন্ত্রী বলেন, ভারতের জনগনকে ধন্যবাদ। শক্তিশালী সম্পর্কের নমুনা এটা। দুই দেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করছে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২১শে জানুয়ারি ২০২১
 

3/related/default