সীমান্তে অপরাধ কমেছে: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আরশি কথাজানুয়ারী ২১, ২০২১
0
আবু আলী, ঢাকা,আরশিকথা ॥বাংলাদেশ-ভারত সীমান্তে অপরাধসহ চোরাচালান আশাতীতভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙার এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গত ২০১৮ সালের ৯ মার্চ যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর দুটি বিওপির (দৌলতপুর ও কল্যানী) দায়িত্বপূর্ণ ৮.৩ কিলোমিটার এলাকাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করে। এ এলাকাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করায় ওই এলাকার সীমান্ত অপরাধসহ চোরাচালান আশাতীতভাবে হ্রাস করা সম্ভব হয়েছে।’
ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা, আহত বা আটকের বিষয়ে প্রতিনিয়ত বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় জানিয়ে তিনি বলেন, ‘এসব পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া, কূটনৈতিক পর্যায়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কারণে সীমান্ত অপরাধসহ চোরাচালান আশাতীতভাবে হ্রাস করা সম্ভব হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে কেউ সীমান্তবর্তী এলাকা অতিক্রম না করতে পারে সে বিষয়ে ওইসব এলাকার চেয়ারম্যান, মেম্বারদের উপস্থিতিতে সীমান্তে বসবাসরত জনসাধারণের মাঝে বিজিবি নিয়মিতভাবে সচতেনমূলক বৈঠক করছে। সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকার এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদপে গ্রহণ করছে।’