জয়তু নেতাজি" ...... আগরতলা থেকে সুস্মিতা দেবনাথ

আরশি কথা

জয়তু নেতাজি"
 


বাংলা মায়ের দামাল ছেলে

নামটি তোমার নেতাজি

মানুষের জন্য মানুষকে ভালোবেসে

রাখলে জীবন বাজী।

জাগ্রত আত্মার সোচ্চার কন্ঠে 

যৌবন উঠলো জেগে

বিদ্রোহের জয়ধ্বনি উড়িয়ে তাই

ছুটলো অগ্নি বেগে।

লেখা আছে ইতিহাসের পাতায়

বিদ্রোহী মায়ের অশ্রুগাঁথা

তুমি জনগনমন অধিনায়ক হে

সংগ্রামের জীবন্ত কথা।

কাঁপিয়ে তখন বৃটিশ শাসন 

ছিনিয়ে আনলে স্বাধীনতা

হল দূরীভূত মায়ের যত

বন্দীত্ব আর সংর্কীনতা।

মুক্তি কামী জনগনের প্রানসত্তা

ত্যাগে শুভ্র গৈরিক 

দাসত্বের শৃঙ্খল মোচনে উৎসর্গীকৃত

তুমি বীর সৈনিক ৷



- সুস্মিতা দেবনাথ, আগরতলা

২৩শে জানুয়ারি ২০২১

3/related/default