Type Here to Get Search Results !

দুর্নীতির সূচকে ২ ধাপ পেছাল বাংলাদেশ: টিআইবি

আবু আলী, ঢাকা,আরশিকথা ॥ দুর্নীতির বিশ্বজনীন ধারণাসূচকে বাংলাদেশের অবস্থা দুই ধাপ পিছিয়েছে। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার এক ওয়েবিনার বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতির ধারণাসূচক বা করাপশন পারসেপশনস ইনডেক্স (সিপিআই) ২০২০ প্রতিবেদন প্রকাশ করে। সিপিআই প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২তম। গত বছর ছিল ১৪তম। সূচকে উচ্চক্রম (ভালো থেকে খারাপের দিকে) অনুযায়ী, বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এবারও ১৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১০০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৬। ১২তম অবস্থানে আরও রয়েছে উজবেকিস্তান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান হতাশাব্যঞ্জক। এর পেছনের একটি কারণ হলো, বাস্তবে উচ্চ শ্রেণির দুর্নীতিবিরোধী অঙ্গীকার না থাকা। দণি এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। এটি আমাদের জন্য হতাশাব্যঞ্জক। সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এরপরেই রয়েছে নিউজিল্যান্ড। দেশ দুটির স্কোর ৮৮। তৃতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড। দেশগুলোর স্কোর ৮৫। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আফ্রিকান দেশ দণি সুদান এবং সোমালিয়া। দেশ দুটির স্কোর ১২। মোট ১৮০টি দেশের তথ্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সিপিআই ২০২০ প্রতিবেদন প্রস্তুত করেছে।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২৮শে জানুয়ারি ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.