শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে: দোরাইস্বামী
আরশি কথাজানুয়ারী ২৬, ২০২১
0
আবু আলী, ঢাকা,আরশিকথা ।।শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রজাতন্ত্র দিবস উপলে ঢাকার ভারতীয় হাইকমিশন এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আমরা আশা করছি শিগগিরই ভারতে ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে গত ডিসেম্বরের শুরুতে করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আমাদের স্বাস্থ্য বিভাগের সামান্য উদ্বেগ রয়েছে। তিনি বলেন, আমরা বাস্তাবিক অর্থেই টুরিস্ট ভিসা দেয়া শুরু করতে চাই। বাংলাদেশ ও ভারতের মানুষের টিকা দেয়ার মধ্য দিয়ে আস্থা আরও বাড়বে।
দোরাইস্বামী বলেন, আমরা বিশ্বাস করি, কোভিড-১৯ পরিস্থিতিতেও ভারত ও বাংলাদেশে এক সাথে এগিয়ে যাবে এবং তারা তাদের প্রতিবেশীদের বিশেষত বাংলাদেশের সাথে যতটা সম্ভব নিবিড়ভাবে কাজ করতে চায়। এই কারনেই উপহার ও বাণিজ্যিক উভয়ভাবেই ভারত থেকে ভ্যাকসিন পাওয়া প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।