কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীর কাছে তিন ঘণ্টার গণ অবস্থান করা হয়।
কৃষি আইন বাতিলের পাশাপাশি ফসলের ন্যুনতম সহায়ক মূল্যের আইনের গ্যারান্টি প্রদান এবং দিল্লীতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে এই গণ অবস্থান হয়।তাতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর,সভাপতি অঘোর দেববর্মা,বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী,মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা।বক্তাদের প্রত্যেকেই কৃষি আইন সহ বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।
এদিকে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের মোহনপুর বিভাগীয় পরিষদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার মেলারমাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে এই সম্মেলন হয়।উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়নের নেতা তথা বিধায়ক ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।সাংগঠনিক দিক ছাড়াও দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা জানুয়ারি ২০২১




