আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নাগরিক সমাজ " ...... আগরতলা থেকে রাহুল শীল এর কবিতা

    আরশি কথা

    নাগরিক সমাজ "


    আমাদের মাটির নদীর বুকে একটা জাহাজ ভাসে

    রঙিন রঙিন কিছু ঢেউ এসে রোজ স্বপ্নভঙ্গ করে,

    জলীয় কিছু উদ্ভিদ যখন সালোকসংশ্লেষ করে

    তখন চোখের সামনে আগুন ভেসে ওঠে।


    কিন্তু ঐ মুক্তমঞ্চে গোপন চুক্তি হচ্ছে রোজ,

    চোখ বুজে সহ্য করি সহস্র বছরের অভিশাপ!


    মাটি থেকে যে স্রোত আকাশকে জড়িয়ে ধরে

    সেই আকাশ জুড়ে শুধুই মৃত কুয়াশার চাদর,

    চোখের সামনে  মিশে গেছে শহরের পর শহর

    অথচ বাদামি অরন্যে নাগরিক সমাজ দাবানল ছড়ায়।


    বায়ব জীবনের শেষ মুহূর্তে আরেকটা মরফোসিস

    ঘটলেই পৃথিবীর বুকে সফল ব্যক্তিরা বাঁচতে শেখায়।।


    -  রাহুল শীল,আগরতলা


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ২৪শে জানুয়ারি ২০২১

     

    3/related/default