প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালন করলো প্রদেশ কংগ্রেস।মূল অনুষ্ঠান হয় আগরতলায় কংগ্রেস ভবনের সামনে।উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস,প্রাক্তন বিধায়ক তাপস দয়ে,মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা।
উপস্থিত সবাই প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।সেখান থেকে কংগ্রেস নেতৃত্বরা যান প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের বাড়িতে।সেখানে গিয়েও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।পিসিসি সভাপতি তার বক্তব্যে প্রয়াত নেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।প্রসঙ্গত,১৯৩৯ সালের ১৮ মে জন্মগ্রহণ করেছিলেন সুধীর রঞ্জন মজুমদার।তিনি প্রয়াত হন ২০০৯ সালের ৪ঠা জানুয়ারি।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা জানুয়ারি ২০২১