আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাংবাদিকদের সংবর্ধনা দিলো পূর্বোদয়াঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ২০১৯ সালের জুলাই মাস থেকে পথ চলা শুরু।তারপর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজ অব্যাহত রেখেছে পূর্বোদয়া সামাজিক সংস্থা।করোনা পরিস্থিতিতে তারা দুর্গতদের কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষের পাশে দাঁড়িয়েছে।বিশেষ করে করোনা পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধাদের পাশে।এবার সংবর্ধনা দেওয়া হলো প্রথম সারির যোদ্ধাদের মধ্যে অন্যতম সাংবাদিকদের।রাজ্যের যে ক'জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদেরকেও বিশেষ সম্মানে ভূষিত করা হয়।কম্বল,উত্তরীয় সহ মাস্ক,স্যানিটাইজার দেওয়া হয়।সঙ্গে দেওয়া হয় একটি করে গীতা।তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তিনজন করে প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


    রবিবার (৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়।তাতে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদক সঞ্জিব দেব,আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার,সংস্থার সভানেত্রী অলকা সিনহা এবং পূর্বোদয়ার সাধারণ সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব সহ অন্যান্যরা।
    পূর্বোদয়ার প্রতিনিধিরা করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন।সাংবাদিকরাও পূর্বোদয়ার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।করোনা আক্রান্ত হওয়ার পর কি ভয়াবহ দিন কাটাতে হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করেন বরিষ্ঠ সাংবাদিক দিবাকর দেবনাথ।পূর্বোদয়ার সম্পাদিকা নিতি দেব জানান আগামী দিনগুলিতেও তাদের সামাজিক কাজ অব্যাহত থাকবে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ৩রা জানুয়ারি ২০২১
     

    3/related/default