Type Here to Get Search Results !

ভারতে ‘অনুপ্রবেশ’, ৫ বাংলাদেশির নামে মামলা

আবু আলী, ঢাকা, আরশিকথা।। ভারতে অবৈধ অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফ’র কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ওই পাঁচ বাংলাদেশি হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর মহল্লার মৃত আ. কাদেরের ছেলে মো. সুবেল আলী (২৩), সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা গ্রামের মো. দুরুল হুদার ছেলে মো. জেনারুল ইসলাম (১৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গ্রোগ্রাম গ্রামের মো. হুমায়ুন আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (১৬), একই থানার ইটাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৩) ও মো. ইসাহাক আলী। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ওই পাঁচ বাংলাদেশি নাগরিককে বিএসএফ সদস্যরা আটক করে। পরে রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। তিনি জানান, বুধবার দুপুরে ৫৩ বিজিবি সদস্যরা আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।’


আরশিকথা বাংলাদেশ সংবাদ

৩রা ফেব্রুয়ারি ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.