রাজ্যের বিভিন্ন প্রকল্প রুপায়নে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন,পঞ্চদশ অর্থ কমিশনে রাজ্যের একাধিক প্রকল্প রুপায়নে অর্থ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার।মাতাবাড়ি রোপওয়ে ও ৫১ শক্তিপীঠ নির্মাণ এবং নীরমহলে সাউন্ড অ্যান্ড লাইট শো প্রকল্পে আ৭৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।চম্পকনগর ও চম্পাইছড়া ড্যাম থেকে আগরতলায় জল সরবরাহ প্রকল্পে ৪০০ কোটি টাকা অনুমোদন করেছে পঞ্চদশ অর্থ কমিশন।একই সঙ্গে সাতটি জেলা সদরের উন্নয়নে অনুমোদন করা হয়েছে ২০০ কোটি টাকা।এর ফলে একদিকে যেমন পর্যটন ক্ষেত্রে রাজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে তেমনি জল সরবরাহ ও পরিকাঠামো উন্নয়নের মতো কাজও সম্পন্ন হবে বলে জানান মুখ্যমন্ত্রী।যা রাজ্যের বিকাশের যাত্রা পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে চলেছে।
বিজ্ঞাপন
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট ( ফাইল ছবি)
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩রা ফেব্রুয়ারি ২০২১