আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বংলাদেশে কূটনীতিকদের টিকাদান শুরু ॥ প্রথমে নিলেন ভারতীয় হাইকমিশনার

    আরশি কথা

    আবু আলী, ঢাকা, আরশিকথা ॥

    করোনা ভ্যাকসিন কর্মসূচির চতুর্থ দিনে বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু হয়েছে। কর্মসূচির প্রথমে টিকা নিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ১০ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ৩টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়ে বিদেশি কুটনীতিকদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই, যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের টিকাদান শুরু করেছি। আজ বেশ কয়েকজন টিকা নেবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প থেকে টিকার বিষয়ে সব সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। ভারতীয় হাইকমিশনারের পর টিকা নেন শাহরিয়ার আলম এবং এরপর টিকা নেন ভ্যাটিকান সিটির প্রতিনিধি ও ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি। টিকা নেয়ার পর ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমি বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বাংলাদেশি সব বন্ধুকে বলব আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১০ই ফেব্রুয়ারি ২০২১
     

    3/related/default