আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুরু হলো আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতাঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ

    শুরু হলো আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার আসর।কোভিডের কারণে অফিস ক্রীড়া বন্ধ ছিলো।দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা আন্তঃ অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার নবগঠিত কমিটির সম্পাদক রাজীব চ্যাটার্জি এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার ঘোষণা দেন।তিনি জানান, চলতি অর্থ বছরের মধ্যেই মোট ৮টি ইভেন্ট নিয়ে শুরু হতে চলেছে অফিস ক্রীড়ার এই জমজমাটি আসর।শ্রী চ্যাটার্জি জানান, দাবা, ক্যারাম, অকসন ব্রিজ ও আর্ম রেসলিং দিয়েই আন্তঃঅফিস এই ক্রীড়ার আসর শুরু হতে চলেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকেই নেতাজী চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের বিনোদন হলে অকসন ব্রিজ খেলা দিয়ে তিনদিন ব্যাপী এই ক্রীড়ার আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে সচিবালয় বিনোদন সেন্টারে অনুষ্ঠিত হবে ক্যারাম প্রতিযোগিতা। এরপর ২৪ ও ২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আর্ম রেসলিং প্রতিযোগিতা। শ্রী চ্যাটার্জি বলেন, এই প্রতিযোগিতার জন্য দেড় লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে। মোট ১৬টি বৈধ বিনোদন সংস্থা নিয়েই খেলা হবে।

    রাজ্য আন্তঃঅফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সভাগৃহে আহূত এই সাংবাদিক সম্মেলনে সম্পাদক রাজীব চ্যাটার্জি ছাড়াও কমিটির সহ-সভাপতি প্রণব দেববর্মা,সদস্য কৌশিক রায়, কোষাধ্যক্ষ নারায়ণ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

     ১০ই ফেব্রুয়ারি ২০২১

    3/related/default