বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শুরু হতে চলেছে সোমবার(৮ মার্চ) থেকে। করোনা বিধি মেনে ৮ মার্চ থেকে সংসদ শুরু হচ্ছে। রাজ্যসভার অধিবেশন চলবে সকাল ৯ টা থেকে বেলা দুটো পর্যন্ত। অন্যদিকে লোকসভার অধিবেশন চলবে ৪টা থেকে ১০ টা পর্যন্ত।বাজেট অধিবেশনের দ্বিতীয় দফা শেষ হবে ৮ এপ্রিল। জানুয়ারির ২৯তারিখ শুরু করেছিল বাজেট অধিবেশনের প্রথম দফা শেষে ফেব্রুয়ারি ২৯ তারিখ। এদিকে করোনা ভ্যাকসিনের ক্যাম্প খোলা হল সংসদ চত্বরে। সাংসদদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতি বিচার করার পরেই ভ্যাকসিন দেওয়া হবে। মঙ্গলবার থেকে চালু হবে করোনা টিকা করন ক্যাম্পটি। শনি রবি এবং সরকারি ছুটির দিন বাদ দিয়েই এখানে কাজ চলবে। সাংসদদের পরিবারের সদস্যরাও এই ক্যাম্প থেকে ভ্যাকসিন নিতে পারবেন। তবে যেসব সাংসদদের বয়স ৬০ বছরের উর্ধ্বে তারাই আপাতত ভ্যাকসিন পাবেন।
আরশিকথা দেশ-বিদেশ
৮ই মার্চ ২০২১