আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে৷ এদিন সকাল ০৯ঃ০০ ঘটিকায় দুতালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের পরই জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ সকাল ০৯ঃ১০ ঘটিকায় জাতির পিতাসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালন করা হয়৷ সকাল ০৯ঃ১১ ঘটিকায় দিবস উপলক্ষ্যে প্রদত্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়৷ অতঃপর সকাল ০৯ঃ৩০ ঘটিকায় ঐতিহাসিক ০৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়৷
এছাড়াও ৩৯তম বইমেলায় অংশগ্রহণ করতে ত্রিপুরায় আগত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক(প্রশাসন ও প্রকাশনা) জনাব মোহাম্মদ আলী সরকার বক্তব্য পেশ করেন৷
সহকারী হাইকমিশনার জনাব মোহাম্মদ জোবায়েদ হোসেন তাঁর সমাপনী বক্তব্যে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷
সকাল ১০ঃ০০ ঘটিকায় শিশুদের অংশগ্রহণে জাতির পিতার ঐতিহাসিক ০৭ মার্চের ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ভাষণ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য সরকারের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আগরতলা মিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ মাস্ক পরিধান করে, সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত হন৷
আরশিকথা বাংলাদেশ সংবাদ
৭ই মার্চ ২০২১