Type Here to Get Search Results !

করোনা টিকাকরণে ৩দিনের বিশেষ অভিযানঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


করোনা মোকাবিলায় দেশব্যাপী এখন চলছে সরকারি উদ্যোগে টিকাকরণ। রাজ্যে এখন তৃতীয় পর্বে টিকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। ৬০ বছরের উর্ধ্বে প্রত্যেকে এবং ৪৫ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত যারা জটিল রোগে আক্রান্ত তাদের টিকা দেওয়া হচ্ছে। ২৪থেকে ২৬মার্চ পর্যন্ত করোনা টিকার এক বিশেষ অভিযান চালানো হবে। রাজ্যের প্রতিটি জেলাতেই তা হবে।

পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশীষ দাস জানান, সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও উপ-স্বাস্থ্যকেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকা দেওয়া হবে। এর জন্য আধার কার্ড বা যেকোনো একটি সচিত্র পরিচয় পত্র সঙ্গে নিয়ে গেলেই হবে। পশ্চিম জেলায় প্রায় ১ লক্ষ কুড়ি হাজার টিকাকরণের টার্গেট নেওয়া হয়েছে। তবে এতদিন প্রথম ডোজ নেওয়ার চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হলেও এখন নতুন নির্দেশিকা অনুযায়ী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, জনগণকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান ডা: দাস। তিনি আরও বলেন, নতুন করে আবার করোনা ছড়িয়ে পড়ার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত তার কাছে যা খবর পশ্চিম জেলায় ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আগের মতোই সবাইকে করোনা বিধি মেনে চলার আহ্বান জানান। প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি থেকে রাজ্যে করোনা টিকাকরণ শুরু হয়েছে। তৃতীয় পর্যায়ে টিকাকরণ শুরু হয় ১ মার্চ থেকে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৩শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.