সকল দুর্যোগ ও সংগ্রাম মোকাবেলায় পুলিশের অবদান রয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ
আরশি কথামার্চ ০১, ২০২১
0
আবু আলী, ঢাকা, আরশিকথা ।।
বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি বলেছেন, সকল দুর্যোগ ও সংগ্রাম মোকাবেলায় পুলিশের রয়েছে অসামান্য অবদান। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকায় প্রথম গণহত্যা শুরু করে ৷ আর রাজারবাগ পুলিশ লাইনে ওই রাতেই প্রথম প্রতিরোধ শুরু হয়৷ বাঙালি জাতি পাকিস্থান পুলিশকে ঘৃণা করতো। পাকিস্তান পুলিশ ছাত্রদের নাম শুনলেই অত্যাচার শুরু করত। ২৫ মার্চ রাতের পর থেকে বাঙালি পুলিশের প্রতি এদেশের মানুষের ভালোবাসা জন্মে। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। একইভাবে করোনাকাকালীন দুর্যোগেও পুলিশ ভাইদের বিরাট অবদান রেখেছেন। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মৃতব্যক্তিদের দাফন করেছেন।
সোমবার ( ১ মার্চ) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গাজী পিসিআর ল্যাব স্থাপন করার পর ফ্রন্ট ফাইটারদের সবার আগে করোনার টেস্ট করার ব্যবস্থা গ্রহণ করা হলো। প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৪০ জন শনাক্ত হলো। তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছিলাম। র্যারব সদস্যদের ও একই অবস্থা দেখলাম। ফ্রন্ট ফাইটারদের কারণ দেশের মানুষ নিরাপদে আছে। ইউরোপ আমেরিকায় এখনও প্রতিদিন বহু লোক করোনায় মারা যাচ্ছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শী সিদ্ধান্তের কারণে আজ দেশের মানুষ টিকা পাচ্ছে। জেলা প্রশাসনের কর্মকাণ্ড চমৎকার ছিলো। নারায়ণগঞ্জ করোনা আক্রান্তের সংখ্যা বেশি ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচুর ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। সেই ত্রাণ নারায়ণগঞ্জবাসীর মধ্যে বিতরণ করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। করোনাকালে কেউ না খেয়ে মারা যায় নি। করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। পুলিশের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। করোনাকালে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো: মনিরুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ । এছাড়া কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে একটি র্যানলি বের করা হয়। র্যা লিতে অংশ নেয় অতিথিবৃন্দ।