Type Here to Get Search Results !

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সফরে সাংসদঃ আগরতলা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

রবিবার(২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাগেরজলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার সকালে পরিদর্শনে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। সাংসদ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের জানান, মোট পাঁচটি দোকান ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার।


তাদের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় মালিক সবগুলি দোকান ভাড়া দিয়েছেন। যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িতেও মালিক থাকতেন না ভাড়াটিয়া থাকেন। ফলে মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সদর মহকুমা শাসক জানান, আইনে ভারাটিয়াদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান নেই। তাই তাদের মধ্যে কি চুক্তি হয়েছে, বীমা আছে কিনা, সবকিছু খতিয়ে দেখে আইনের মধ্যে থেকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করা হবে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১লা মার্চ ২০২১