Type Here to Get Search Results !

গান্ধী শান্তি সম্মানে ভূষিত বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগেই প্রতিবেশী দেশের প্রতি অনন্য শ্রদ্ধা জানাল ভারত। ২০২০ সালের গান্ধী শান্তি সম্মানে ভূষিত করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । সোমবার সংস্কৃতি মন্ত্রকের তরফ এই তথ্য জানানো হয়েছে। একই দিনে ২০১৯ সালের গান্ধী শান্তি পুরস্কার  প্রাপকের নাম ঘোষণা করা হল। এই সম্মানে ভূষিত হলেন ওমানের প্রয়াত রাজা সুলতান কাবুস বিন সৈয়দ আল সৈয়দ। এদিন এই পুরস্কার ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মানবাধিকার ও স্বাধীনতার বীরপুরুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি ভারতীয়দেরও নায়ক ছিলেন। তার উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশেরই জন্যই ঐতিহ্য। তাঁর দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।” মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী ১৯৯৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মূলত, গান্ধীবাদ, অহিংসার পথে হেঁটে আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে বাংলাদেশ। এই অনুষ্ঠানে ইতিমধ্যে একাধিক দেশ থেকে রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন।  ২৬ মার্চ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সফরের আগে এই সম্মানের ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 


আরশিকথা দেশ-বিদেশ

২২শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.