করোনা পরিস্থিতিতে লাগামহীনভাবে চলছে রাজনৈতিক মিটিং, মিছিল। গোটা ঘটনায় উদাসীন নির্বাচন কমিশনও। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমনাথ রায় সহ বেশ কয়েক জন ব্যাক্তি এই মামলা দায়ের করেন। বলা হয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে কেন করোনা বিধি মানা হচ্ছে না তা নিয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত। জানা গিয়েছে, রাজনৈতিক দলগুলির এভাবে করোনা বিধি না মেনে মিটিং ও মিছিল করা নিয়ে রাজ্যের চিকিৎসকরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তারপরও কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। লাগাম ছাড়া ভাবেই চলছে রাজনৈতিক মিটিং, মিছিল ও জনসভা। এভাবে চলতে থাকলে অবিলম্বে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এও শোনা গিয়েছে, করোনার এই আবহে নির্বাচন কেন পিছিয়ে দেওয়া হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে এই সপ্তাহেই মামলার শুনানি শুরু হবে। আগামী শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। আদালত কী রায় দেয়, সেটাই এখন দেখার।
আরশিকথা দেশ-বিদেশ
২৩শে মার্চ ২০২১