আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অমরনাথ যাত্রা শুরু ২৮ জুন

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

    বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শনিবার চলতি বছরের অমরনাথ যাত্রার দিনক্ষণ ঘোষণা হল। এদিন শ্রীনগরে অমরনাথ শ্রাইন বোর্ডের বৈঠকে ঠিক হয়েছে আগামী ২৮ জুন থেকে যাত্রা শুরু হবে চলবে ২২ আগস্ট পর্যন্ত। অর্থাৎ এবছর ৫৬ দিন অমরনাথ যাত্রা চলবে। আগামী ১৪এপ্রিল থেকে পুণ্যার্থীরা অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। দুর্গম ও কষ্টকর তীর্থযাত্রায় যারা অংশ নেবেন তাদের কষ্ট লাঘবের জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অমরনাথ শ্রাইন বোর্ড। শ্রীনগর থেকে বালতাল পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু করার পাশাপাশি যাত্রার কিছুটা পথে ব্যাটারিচালিত গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে গতবছর করোনা ভাইরাসের কারণে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছিল। এবারও বিভিন্ন রাজ্যে যেভাবে করোনা ভাইরাস সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে তাতে অমরনাথ যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যদিও পুণ্যার্থীদের আবেগের কথা ভেবে চলতি বছর অমরনাথ যাত্রা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমরনাথ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যারা অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন না তাদের কথা মাথায় রেখে এ বছরেও সকাল ও সন্ধ্যা আরতি সরাসরি সম্প্রচার করা হবে।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৩ই মার্চ ২০২১
     

    3/related/default