রঙের উৎসবে অন্নদাতাদের দেখা গেল অন্যরূপে।রবিবার হোলিকা দহনে বিতর্কিত কৃষি বিলের অনুলিপি পুড়িয়েছিলেন। আর সোমবার নাচ, গানের মধ্য দিয়ে হোলি পালন করলেন। কেন্দ্রের বিতর্কিত নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ১২৩ দিন ধরে কয়েক হাজারেরও বেশি কৃষক দেশের রাজধানীর চারপাশে বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন।নিজেদের আন্দোলন অব্যাহত রেখেই বিক্ষোভকারী কৃষকরা সীমান্তে হোলি উদযাপন করলেন।যতক্ষণ না নতুন কৃষি আইন বাতিল হয় এবং ন্যূনতম সমর্থন মূল্যের উপর একটি পৃথক আইন কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সংযুক্ত কৃষক মোর্চার এক প্রতিনিধি জানান, হোলিকা দহন অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে চিহ্নিত করে।তাই আমরা কৃষি আইনের অনুলিপি হোলিকা দোহনের আগুনে পুড়িয়েছি। যাতে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়। তিনি আরো জানান, ৫ এপ্রিল এফসিআই বাঁচাও দিবস পালন করা হবে। এবং সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভারতীয় খাদ্য দফতরের অফিস ঘেরাও করা হবে।
আরশিকথা দেশ-বিদেশ
৩০শে মার্চ ২০২১