Type Here to Get Search Results !

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শিলংয়ে সহকারী হাইকমিশনের সাংস্কৃতিক সন্ধ্যা

আবু আলী, ঢাকা, আরশিকথা ॥ 

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ ৩০ মার্চ সন্ধ্যায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে এশিয়ান কনফ্লুয়েন্স সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গৌহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী গ্রিস্টন টিংসন। খবরটি নিশ্চিত করেছেন সহকারী হাই কমিশনার শাহ মোহাম্মাদ তানভীর মনসুর।

এর আগে গত ২৬ মার্চ পাঁচ তারকা হোটেল তাজ ভিভান্তায় জমকালো সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আসামের মূখ্যসচিব জিষ্ণু বড়ুয়াসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অহমিয় ভাষায় জাতির জনক বঙ্গবন্ধুর উপর সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সহকারী হাই কমিশনারের স্ত্রী মুনিয়া আযমের নির্দেশনায় বাংলাদেশের জামদানী, বেনারশি ও রাজশাহীর শিল্ক শাড়ীর উপর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।


আরশিকথা দেশ-বিদেশ
৩০শে মার্চ ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.