আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বপ্ন................. কলকাতা থেকে দীপাঞ্জলি সরকার এর কবিতা

    আরশি কথা

    স্বপ্ন.................


    ছোট্ট একটা ঘর বাঁধবো তোর সাথে ওই পাহাড় কোলে,

    ঘুম ভাঙাবো হিমেল হাওয়ার সুবাস মাখা মিষ্টি ফুলে,

    শিশির ভেজা বারান্দাতে বসবো এসে দুজন মিলে,

    কফির কাপে উষ্ণ চুমুক প্রভাতফেরি রবির গানে ।। 


    দুপুরবেলা পাহাড় চূড়া মিঠে আলো রাখবে ঘিরে..

    গাছের পাতায় আলোর খেলা দেখবো তখন দুচোখ মেলে..

    সন্ধ্যেবেলা পূর্ণিমা চাঁদ ভাসবে যখন আকাশ গাঙে...

    বসবো মোরা জানলা খুলে ডুব দিতে ওই পারাবারে... 


    মুক্ত হয়ে পাখির মতন উড়তে চাওয়ার স্বপ্ন নিয়ে.. 

    থাকবো বেঁচে আমরা দুজন দুজনার এই হাতটা ধরে...

    শুধু মাত্র বাঁচার নেশায় বাঁচতে কে চায় মিথ্যে আশায়..?

    ভালোবাসার ছোঁয়া পেলে,তবেই জীবন উঠবে ভরে..


    - দীপাঞ্জলি সরকার, কলকাতা

    ২৮শে মার্চ ২০২১

     

    3/related/default