দেশজুড়ে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা। প্রায় প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। যদিও এর সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে কোভিড ভ্যাকসিন দেওয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তেও দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন। এবার এই করোনা ভ্যাকসিন নিলেন সস্ত্রীক রাজ্যপাল রমেশ বৈস। বুধবার বিকেলে রাজভবনে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলেন রাজ্যপাল এবং তাঁর স্ত্রী ফার্স্ট লেডি রম্বাই বৈস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সিএমও ডা. দেবাশীষ দাস, ডিআইও ডা. ঈশিতা গুহ এবং ডিএইচও ডা. সঙ্গীতা চক্রবর্তী।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৭ই মার্চ ২০২১