Type Here to Get Search Results !

করোনার বাড়-বাড়ন্ত : মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবার

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

দেশের ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরী ভিত্তিতে বৈঠক ডেকেছেন তিনি। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ভার্চুয়াল প্লাটফর্মে হবে বৈঠক। দেশে ক্রমশ: বাড়তে থাকা করোনা সংক্রমণ এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে খবর। দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই জরুরিভিত্তিতে বৈঠকের কারণ হিসাবে মনে করা হচ্ছে  গত কয়েকদিনের দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যান। বছরের গোড়ার দিকে যেখানে গড়ে প্রতিদিন ১০ হাজার করে সংক্রমণ হচ্ছিল, সেখানে গত কয়েকদিনে হঠাৎই তার দ্বিগুণ হয়ে তিন গুণের দিকে এগোতে শুরু করেছে ইতিমধ্যেই।


আরশিকথা দেশ-বিদেশ

১৬ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.