শনিবার দিল্লির এইমসে স্থানান্তরিত করা হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে । সেখানেই শারীরিক অবস্থার পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। শুক্রবার সকালে বুকে অস্বস্তি বোধ করছিলেন রামনাথ কোবিন্দ। এরপরই তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকরা। গতকাল রাতে সেখানেই ভরতি ছিলেন। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়। পরে হাসপাতালের বুলেটিনে জানানো হয়, আগের তুলনায় সুস্থই রয়েছেন রাষ্ট্রপতি। আর আজ সেনা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুকে অস্বস্তি অনুভব করার কারণে শারীরিক অবস্থার চেক-আপ করা হয়েছিল তাঁর। আপাতত তিনি স্থিতিশীল। তাঁকে এইমসে রেফার করা হয়। শনিবার দুপুরে এইমসে ভরতি হওয়ার পর তাঁর বাকি পরীক্ষা হয়। তারপরই চিকিৎসকরা জানান, বাইপাস সার্জারির প্রয়োজন। সব ঠিকঠাক থাকলে ৩০ মার্চ হবে সার্জারি।
আরশিকথা দেশ-বিদেশ
২৭শে মার্চ ২০২১