আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ মঙ্গরাম দেববর্মার দেহ এসে পৌঁছল রাজ্যেঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    শনিবার রাজ্যে এসে পৌঁছল কাশ্মীরে জঙ্গি হানায় নিহত শহীদ  মঙ্গরাম দেববর্মার নিথর দেহ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর প্রাঙ্গণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

    বিমানবন্দরে শহীদকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজিপি সতপাল রায়োট, ডিআইজি বিজয় কুমার, ডিআইজি ইমরান মালিক, পশ্চিম জেলার জেলাশাসক ডা: শৈলেশ কুমার যাদব, সদর মহকুমার শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। ঘটনায় দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, মঙ্গরাম দেববর্মা ভারত মাতার কৃতি সন্তান। শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি শহীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরে সিআরপিএফ জওয়ানদের পক্ষ থেকে শহীদ জওয়ানকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখান থেকে শহীদের দেহ নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়ি তৈদুতে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৭শে মার্চ ২০২১
     

    3/related/default