আগামী অর্থবছরে বাজেটের প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করা হয়েছে। রাজ্যবাসীর উপর অতিরিক্ত কর আরোপ করা হয়নি। রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে কৃষিক্ষেত্রে বরাদ্দ প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০২১-২২ আর্থিক বছরের বরাদ্দের প্রস্তাবের ওপর আলোচনায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন। বৃহস্পতিবার বিধানসভায় ২০২১-২২ বছরের ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলনেতা বলেছিলেন এখানে রোজগার বাড়ানোর কোন দিশা নেই। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রোজগার বাড়ানোর জন্য প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করা হয়েছে। বেড়েছে সরকারি চাকরি, বেতন বেড়েছে, বেড়েছে পেনশন। অতিমারির মধ্যেও বিভিন্ন রাজ্যে অন্যান্য ব্যয় কমিয়েছে। অথচ আমাদের রাজ্যে বরাদ্দ বাড়ানো হয়েছে ৭৯ শতাংশ। মুখ্যমন্ত্রী বলেন, আগামী আর্থিক বছরের যে বাজেট পেশ করা হয়েছে তা যুবকদের বাজেট, রোজগারের বাজেট, জব ক্রিয়েশনের বাজেট,জব ক্রিয়েটরের বাজেট। এই সবগুলি প্রমাণ করে এই বাজেট পজিটিভ বাজেট।
আরশিকথা ত্রিপুরা নিউজ
২৫শে মার্চ ২০২১